Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Amit Shah:মমতাকে অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝার নিদান শাহের

Sweta Chakrabory | 11:46 AM, Thu Mar 14, 2024

নিউজ ডেস্ক: সিএএ নিয়ে এবার পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে। দীর্ঘ সময় পর অবশেষে সোমবার রাত থেকেই লাগু হয়েছে সিএএ। আর এই সিএএ কার্যকর হওয়ার পর থেকেই বিরোধীরা নিশানা করছে কেন্দ্র কে। বিরোধীরা সিএএ নিয়ে ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এনআরসি-র সঙ্গে সম্পর্ক রয়েছে এই আইনের। ঠিক যেমন অসমে হয়েছে, সেভাবে অন্যান্য জায়গাতেও সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা-নেত্রীরা। এই আইন কার্যকর হওয়ার ফলে অনেকেই সমস্যায় পড়বেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতেই মমতাকে জবাব দিয়েছেন অমিত শাহ।

মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ' অনুপ্রবেশে মদত দিচ্ছেন উনি। বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। সেই দিন আর খুব বেশি দূরে নেই।' মমতার উদ্দেশ্যে শাহ বলেন, 'জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এমন একটি ইস্যুতে আপনি রাজনীতি করছেন। আপনি যদি এভাবে তোষণের রাজনীতি করতে থাকেন ও শরণার্থী নাগরিকত্ব দিতে না চান, তাহলে মানুষ আর আপনার পাশে আর থাকবে না।' অমিত শাহ মমতাকে আক্রমণ করে বলেন, 'অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না মমতা।'

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে কার্যত বার্তা দিয়েছেন শাহ। সিএএ নিয়ে এদিন অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কোনও ক্ষতি করবেন না। তিনি বলেন, রাজনীতি করার জন্য আরও অনেক প্লাটফর্ম আছে। শাহের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন ভোটব্যাঙ্কের কথা ভেবে। সিএএ যে বাংলাতেও কার্যকর হবেই, সে কথা স্পষ্ট ভাবেই বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। উল্লেখ্য সিএএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এর আগে আম জনতাকে সাবধান করে বলেছিলেন,"পুরোটাই ভাওতা,নির্বাচনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা। যে সিএএ কেন্দ্র ঘোষণা করেছে তার বৈধতা নিয়ে সন্দেহ আছে। দরখাস্ত করলেই নাগরিকত্ব বাতিল করে দেবে। যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা সতর্ক থাকুন।"এবার মুখ্যমন্ত্রীর এই কথার বিরুদ্ধেই পাল্টা জবাব দিলেন আমিত শাহ।

CAA: আজই জারি CAA বিজ্ঞপ্তি ?

Sweta Chakrabory | 16:49 PM, Mon Mar 11, 2024
upload
upload