Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

CAA Application: ঘরে বসেই কীভাবে আবেদন করবেন নাগরিকত্বের, খরচ কত জেনে নিন

Editor | 17:37 PM, Thu Mar 14, 2024

সারা দেশে চালু হয়েছে সংশোধিত নাগরিকত্বের আইন। এই আইন নিয়ে কোনো ধোঁয়াশা রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। ফলে সিএএ আবেদন কীভাবে করতে হবে তার বিস্তারিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। এই নির্দেশিকায় আবেদন প্রক্রিয়ার পাশাপাশি কারা আবেদন করতেন, কীভাবে আবেদন করবেন, কোথায় পাবেন আবেদনপত্র, কোন আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে, কীভাবে মিলবে নাগরিকত্বের শংসাপত্র সমস্তটাই বিস্তারিত জানানো হয়েছে। আসুন দেখে নেওয়া যাক ঘরে বসেই কীভাবে আবেদন করবেন সিএএ-র।

 

কীভাবে আবেদন করবেন সংশোধিত নাগরিকত্ব আইনে?

১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬ এর বি ধারায় অনলাইনের মাধ্যমে সিএএ আবেদন করা যাবে। আবেদনপত্র পাবেন কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট indiancitizenshiponline.nic.in এ। এছাড়াও মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে সিএএ ২০১৯ (CAA-2019) নামের অ্যাপ ডাউনলোড করলে সেখানেও পাবেন এই নাগরিকত্বের আবেদনপত্র। এই অ্যাপের মধ্যে ইচ্ছুকরা ঘরে বসে মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারবেন। আবেদনের গোটা প্রক্রিয়াটাই হবে ঘরে বসে।

এই আবেদনপত্রটি অনলাইনের মাধ্যমে জেলাস্তরের কমিটি অর্থাৎ ডিএলসির মারফৎ সিএএ সংক্রান্ত এমপাওয়ারড কমিটির কাছে জমা দিতে হবে। অবশ্য তার আগে আবেদনকারীকে জানতে হবে কোন বিভাগে আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার সমস্ত গাইড ওয়েবসাইট বা মোবাইল অ্যাপেই পাওয়া যাবে। এই আবেদনপত্রে নানা ভাগ রয়েছে। কে কোন বিভাগের জন্য ফর্ম তুলবেন তা লেখা আছে ওই গাইডেই।

আবেদনপত্র জমা দিতে লাগবে ৫০টাকা। আবেদনপত্র পূরণ করে উল্লেখিত সমস্ত নথি অনলাইনে জমা দেওয়ার আগে এই টাকা অনলাইনেই জমা দিতে হবে আবেদনকারীকে। টাকা জমা দেওয়ার পরই আবেদনকারী আবেদন জমা দেওয়ার পর্বে প্রবেশ করবেন।

আবেদন জমা দেওয়া সম্পূর্ণ হলে আবেদনকারীকে একটি ডিজিটাল প্রাপ্তিস্বীকার পত্র দেওয়া হবে।

এরপর ফর্ম জমা দেওয়ার সময় অনলাইনে জানতে চাওয়া হবে নাগরিকত্বের ডিজিটাল কপি চাই নাকি কাগজের শংসাপত্র চাই। যদি কাগজে সই করা শংসাপত্র প্রয়োজন হয় তাহলে তার জন্য আবেদন করতে হবে। অন্যথায় ডিজিটাল শংসাপত্র পাবেন আবেদনকারী।

আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ধাপ হল যাচাইপর্ব। আবেদন জমা করার পর প্রথমে এই আবেদন যাচাই করবে জেলাস্তরের কমিটি অর্থাৎ ডিএলসি। এরপর যাচাই সম্পূর্ণ হলে ডিএলসির তরফে ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে তা আবেদনকারীকে জানানো হবে। ওই এসএমএসে ডিএলসি আবেদনকারীকে জানিয়ে দেবে কবে কখন আসল নথি দিয়ে দেখা করতে হবে।

আবেদন এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভারপ্রাপ্ত আধিকারিক আবেদনকারীকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেশের প্রতি আনুগত্যের শপথবাক্য পাঠ করাবেন। যদি আবেদনকারীর তথ্যে সমস্যা বা ঘাটতি থাকে তাহলে আবেদনকারীকে নতুন করে সেই উপযুক্ত নথি জমা করতে বলা হবে ডিএলসির তরফে।

যদি আবেদনকারী প্রয়োজনীয় তথ্য দিতে না পারেন অথবা যাচাই প্রক্রিয়ার সময় কিংম্বা শপথ গ্রহণের সময় হাজিরা দিতে না পারেন তাহলে ডিএলসি ওই আবেদন বাতিল করার জন্য আবেদনপত্রটি এমপাওয়ারড কমিটির কাছে পাঠাতে পারে।

যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ডিএলসির আধিকারি সেই তথ্য অনলাইনে নিশ্চিত করে জানাবেন। এবং তিনি আবেদনকারীর শপথগ্রহণের প্রমাণ অনলাইনে জমা করাবেন। এরপর তিনি যাচাই সম্পূর্ণ হয়েছে জানিয়ে তিনি আবেদনপত্রটি পাঠাবেন এমপাওয়ারড কমিটির কাছে। এমপাওয়ারড কমিটি সম্পূর্ণ প্রক্রিয়া দেখে নেবে। দরকার হলে তারা সমস্ত তথ্য যাচাই করতে নতুন করে অনুসন্ধান করতে পারে। এমপাওয়ারড কমিটি সন্তুষ্ট হলে তারা নাগরিকত্বের আবেদন মঞ্জুর করবে অথবা সন্তুষ্ট না হলে নাকচ করবে। এরপরই মিলবে নাগরিকত্বের শংসাপত্র। যদি আবেদনকারী ডিজিটাল শংসাপত্রের আবেদন করে তাহলে তা অনলাইনেই পেয়ে যাবেন তিনি। না হলে কাগজে সই করা শংসাপত্র এমপাওয়ারড কমিটির দফতর থেকে সংগ্রহ করতে হবে। এই এমপাওয়ার কমিটির দফতর আসলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণনা বিভাগের অধিকর্তার দফতর।

CAA: আজই জারি CAA বিজ্ঞপ্তি ?

Sweta Chakrabory | 16:49 PM, Mon Mar 11, 2024
upload
upload