Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Abhishek Banerjee: কাটোয়ার সভা থেকেই বকেয়া নিয়ে বিজেপিকে ফের নিশানা অভিষেকের

Sweta Chakrabory | 17:11 PM, Fri Mar 22, 2024

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে দাড়িয়ে শুক্রবার কাটোয়ায় ভোট প্রচারে গিয়েছেন অভিষেক বন্ধ্যোপাধ্যায়। কাটোয়া স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকেই বকেয়া নিয়ে বিজেপিকে ফের নিশানা করলেন অভিষেক বন্ধ্যোপাধ্যায়।

এদিন সভা থেকে অভিষেক জানান, "গরিব মানুষের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা দিল্লি থেকে ফিরিয়ে আনবই।"পাশাপাশি, সিএএ নিয়েও কথা বলতে ছাড়লেন না তিনি৷ ''এখন ভোটের আগে বলছেন, সিএএ করব। সিএএ আইন পাশ করেছে ২০১৯ সালে। আপনার খালি নিয়মাবলী তৈরি করতে লেগে ৫ বছর। এটা আর একটা জুমলা। ৪০ পাতার মধ্যে ৩৮ পাতা খালি ফর্ম! আপনি ফর্ম ফিলাপ করুন, তারপরে আপনি কোথায় যাবেন, কার কাছ আবেদন করবেন, কিছু স্পষ্ট করে বলা নেই। এই জুমলায় পা দেবেন না''।

পাশাপাশি এদিন অভিষেক আরও বলেন, ‘‘কেউ ১০ পয়সা পায়নি। বলেছিল ১৫ লাখ দেব। বলেছিল দুই কোটি চাকরি হবে বছরে। একটা চাকরি দেয়নি। সাংসদ হয়েছেন এস এস আহলুওয়ালিয়া। একটা বুথেও এলাকার কাজ হয়নি।’’ তাঁর কথায়, ''ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর দু'বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদী''?

CAA: আজই জারি CAA বিজ্ঞপ্তি ?

Sweta Chakrabory | 16:49 PM, Mon Mar 11, 2024
upload
upload