Mamata Banerjee At Krishnanagar: কৃষ্ণনগরের সভা থেকেই CAA-NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: কৃষ্ণনগরে জনসভা দিয়ে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়৷ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে এই সভা হচ্ছে৷ এদিন মুখ্যমন্ত্রী সভা থেকেই সিএএ থেকে এনআরসির মত একাধিক ইস্যু নিয়ে ফের সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। বাদ গেল না বাম, কংগ্রেস ও আইএসএফও । মঞ্চ থেকে আবার একলা চলো-র বার্তাও দেন তিনি।
রবিবার প্রকাশ্য জনসভায় দলের প্রার্থী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) জেতানোর আবেদনের পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির (Krishnanagar Rajbari) ইতিহাস নিয়েও ফের ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন তৃণমূলনেত্রী। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) নিশানা করেছেন মমতা বন্ধ্যোপাধ্যায়।
উল্লেখ্য কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায় ৷ গত বছর প্রশ্নের বিনিময়ে অর্থ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে ৷ সেই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই কেন্দ্রটি থেকেই ফের প্রার্থী হবেন মহুয়াই ৷ এবার সেই মহুয়ার হয়েই কৃষ্ণনগরে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী।
এদিন মহুয়ার হয়ে জনসমর্থন চাওয়ার পাশাপাশি, জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A জোট নিয়েও মুখ খুললেন মমতা। জানালেন, I.N.D.I.A জোটের নামটাও তাঁর দেওয়া। নির্বাচন মিটলে বাকিটাও দেখে নেবেন তিনি। এদিন মমতা আরও বলেন, "তৃণমূলকে কেন ভোট দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পান তো। মাসে মাসে পেয়ে যাবেন। সারাজীবন পাবেন। মোদিকে এখন ঝুটা কথা বলতে হচ্ছে। জুমলা পার্টি বিজেপি। দেওয়াললিখন দিচ্ছে ৩০০০ দেবে। আমি বলি আগে ১০০ টাকা দিয়ে দেখা। এতদিন কেন দিসনি? এটা আমাদের করা। তোমাদের নয়। আজ পর্যন্ত না মেয়ে, না ছেলে, না কৃষক, না হিন্দু, না মুসলিম, না শিখ, না মতুয়াদের জন্য, কারও জন্য কিছু করোনি।"
CAA: লোকসভা ভোটের আগে কার্যকর CAA?
CAA: আজই জারি CAA বিজ্ঞপ্তি ?
CAA: সিএএ কার্যকর হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার, পাল্টা হুঙ্কার মমতার
Mamata Banerjee: "অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির"- সিএএ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Amit Shah:মমতাকে অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝার নিদান শাহের
CAA Public Reaction: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জানুন জনতার মেজাজ
CAA Application: ঘরে বসেই কীভাবে আবেদন করবেন নাগরিকত্বের, খরচ কত জেনে নিন
Suprime Court On CAA Rules: সিএএ সংক্রান্ত ২০০টিরও বেশি পিটিশনের শুনানি করবে সুপ্রিম কোর্ট
BREAKING CAA: CAA স্থগিতাদেশে 'না' সুপ্রিম কোর্টের
Subhasgram Suicide Case: সিএএ আতঙ্কে আত্মহত্যা? নাকি এর পেছনে লুকিয়ে অন্য রহস্য?
Abhishek Banerjee: কাটোয়ার সভা থেকেই বকেয়া নিয়ে বিজেপিকে ফের নিশানা অভিষেকের
Suvendu Adhikari: বলাগরের সভা থেকে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Foreigner arrested: বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার
Mamata Banerjee At Krishnanagar: কৃষ্ণনগরের সভা থেকেই CAA-NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী