Diwali at Ayodhya: ৫০০ বছর পর প্রথমবার অযোধ্যায় দীপাবলি উদযাপন, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: ৫০০ বছর পরে রামলালা ঘরে ফিরেছেন। প্রত্যাবর্তনের পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে দীপাবলি পালন করবেন রামলালা। তাই এবারের আলোর উৎসব অনেক বেশি স্পেশাল। দীপাবলির আগে শুভেচ্ছা জানাতে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রোজগার প্রকল্পের অধীনে ৫১ হাজার যুবককে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন মোদি (PM Modi)। তিনি বলেন, “আমি সকল নাগরিকদের ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দুই দিনের মধ্যে আমরা দীপাবলি উদযাপন করতে যাচ্ছি। এই বছরের দীপাবলি বিশেষ। ৫০০ বছর পর, রাম লল্লা তাঁর বিশাল মন্দিরে সজ্জিত আছেন। এটি হবে তাঁর সঙ্গে আমাদের প্রথম দীপাবলি উদযাপন। আমরা সকলেই এই বিশেষ এবং মহৎ দীপাবলি উদযাপন করতে পেরে ধন্য।”
এখানে এবার একসঙ্গে দুটি বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি চলছে। ৫০০ বছর পর ভগবান রামের মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার উপলক্ষে অযোধ্যায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়া হবে। এর সঙ্গে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে প্রায় ২০০ সাধু এবং ১১০০ বৈদিক ব্রাহ্মণ সরযূ নদীতে মহা আরতিতে অংশ নেবেন। দিওয়ালির এই মহাউৎসবের দিনে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবার আগে ভগবান রাম এবং সীতার রাজাভিষেক করবেন। এর পর সরযূ নদীর মহা আরতিতে যোগ দেবেন, যা “জয় শ্রী রাম” এর উল্লাস এবং শঙ্খধ্বনির সঙ্গে শুরু হবে। রামের পায়ে, আওধ বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০ স্বেচ্ছাসেবক একসাথে ২৫ লক্ষ প্রদীপ জ্বালাবেন, এবং অযোধ্যাকে আবার একবার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা হবে।
ভগবান রামের নগরীকে এই মহৎ আয়োজনের জন্য বিশেষভাবে সাজানো হচ্ছে। এটি অযোধ্যায় প্রভু রামের মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম দীপোৎসব, যা ঐতিহাসিক করতে প্রস্তুতিতে কোনও খামতি রাখা হচ্ছে না। রামায়ণে বলা হয়ে থাকে, লঙ্কা জয় করে সীতাকে নিয়ে রাম যেদিন ফিরেছিলেন সেদিন আলো জ্বালিয়ে তাদের প্রিয় রাজার জন্য অপেক্ষা করেছিলেন অযোধ্যাবাসীরা। সেইদিনই দীপাবলি। এবারের দীপাবলি অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর প্রথম দীপাবলি। তাই সরযূ নদীর তীরে ২৮ লাখ প্রদীপ জ্বালানো হবে। রাম মন্দির কমপ্লেক্স পুরোটাই ফুল দিয়ে সাজানো হবে। সাজানো হবে সরোজ নদীর তীরে ৫৫টি ঘাট।
Trending Tag
Dhanteras 2024:ধনতেরাসে সৌভাগ্য আনতে কেন সোনা-রুপোই কিনতে হয়? রইল শাস্ত্র মতে নিখুঁত সময়ের হদিশ
Mayapur ISKCON: সূর্যাস্তের পরেই হাজার হাজার ভক্ত হাতে প্রদীপ নিয়ে হাজির মায়াপুরে, ইসকনে শুরু অকাল দীপাবলি
Firecrackers: কালীপুজোয় বাজার কাঁপাতে এল পমপম, আগুন নয় জলেই ফাটবে এই নতুন বাজি
Weather Update: বৃষ্টি মাথায় নিয়েই দীপাবলি উদযাপন? আবহাওয়ার বড় আপডেট
Kolkata baji market: নিষেধাজ্ঞা উড়িয়ে বাজারে দেদার বিক্রি চকোলেট বোমা! সব জেনেও কি চুপ প্রশাসন?
Diwali at Ayodhya: ৫০০ বছর পর প্রথমবার অযোধ্যায় দীপাবলি উদযাপন, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
Ayodhya on diwali: ৫০০০ পুলিশ, ১৫০ এনএসজি কমান্ডো! দীপাবলির প্রাক্কালে নিরাপত্তার চাদরে মোড়া অযোধ্যা
Kolkata Metro: কালীপুজোর রাতে শহর জুড়ে চলবে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি
Kali Puja 2024: আজ কালীপুজো, অমাবস্যা তিথি ঠিক কখন লাগছে? থাকবে কতক্ষণ? জানুন
kalipuja Theme 2024: মণ্ডপ তো নয়, যেন হলিউড সিনেমার আস্ত সেট! বারাসতের কালীপুজোয় থিমের ছড়াছড়ি
Kali Puja 2024: যিনি মৃৎশিল্পী তিনিই সেবাইত! জানুন মালদার চৌধুরী জমিদার বাড়ির কালীপুজোর ইতিহাস
Patuli bomb blast: পাটুলিতে বোমা বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর, তদন্তে পুলিশ
Pollution in Delhi: বায়ু দূষণে কড়া টক্কর কলকাতার! দীপাবলি পেরোতেই বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি