Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

Weather Update: বৃষ্টি মাথায় নিয়েই দীপাবলি উদযাপন? আবহাওয়ার বড় আপডেট

Sweta Chakrabory | 10:57 AM, Tue Oct 29, 2024

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের দাপটে নাজেহাল দশা হয়েছিল দক্ষিণের মানুষের। কিন্তু সেই ঝড় বৃষ্টির রেশ এখন কেটেছে অনেকটাই। সামনেই কালী পুজো। কেমন থাকবে কালী পুজোয় রাজ্যের আবহাওয়া? কী জানাল আবহাওয়া বিদরা? আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে। বৃষ্টির পরিমাণ কমছে জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু'এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

মোট কথা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বদলের সূচনা। এবার ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করবে শীত। শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। কিন্তু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জায়গাতে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। আপাতত কালীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। যদিও বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। ধীরে ধীরে হালকা ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গবাসী। কালীপুজো এবং দীপাবলিতে শুষ্ক হিমেল পরশ বইতে পারে। 

আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার শুরু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া। জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

তবে দক্ষিণবঙ্গ শুস্ক থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা সব জেলাতেই বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বৃহস্পতিবারেও।

upload
upload