Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

Kolkata Metro: কালীপুজোর রাতে শহর জুড়ে চলবে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি

Sweta Chakrabory | 15:47 PM, Wed Oct 30, 2024

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কালীপুজো। স্বাভাবিকভাবেই অনেকেরই প্ল্যানিং রয়েছে প্যান্ডেল হপিংয়ের। সেই কথা মাথায় রেখে কালীপুজোর রাতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। দর্শনার্থীদের যাতে ঠাকুর দর্শন এবং বাড়ি ফিরতে অসুবিধা না হয় সেই জন্য রাত ১১টা পর্যন্ত মিলবে পরিষেবা। কলকাতা শহর এবং শহরতলির প্রচুর মানুষ কালীপুজোর আনন্দে মেতে ওঠেন। বড় বড় ক্লাব এবং প্রসিদ্ধ মন্দিরস্থল দর্শন করে থাকেন ভক্তরা। রাত পর্যন্ত বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়, তাই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

মেট্রোরেল সূত্রে খবর নীল লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে কালীপুজোর দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। শুধু তাই নয়, সেই সঙ্গে শেষ মেট্রোর সময়সূচিতেও বদল হতে চলেছে। অন্যান্য দিনের তুলনায় অনেক রাত পর্যন্ত চলবে মেট্রো। এদিন কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়, দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ১০টা ৪৮-এ। দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪৮, ১০টা ৮, ১০টা ২৮ এবং ১০টা ৪৮-এ শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ থেকে রাত ১০টা, ১০টা ২০, ১০টা ৪০ এবং ১১টায় শেষ মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে রেল সূত্রে। নীল লাইনে প্রতিদিলের ২৯২টি মেট্রোর জায়গায় এই দিন ১৯৮টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে।  অন্য দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো, অর্থাৎ সবুজ লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে- ১০৬টির জায়গায় ৯০টি মেট্রো চলবে। 

মেট্রো জানিয়েছে, কালীপুজোর রাতে চার জোড়া বিশেষ মেট্রো ট্রেন চলবে। বৃহস্পতিবার রাতে কালীপুজো পড়েছে তাই শহরের কিছু বিখ্যাত ঠাকুর দেখার জন্য বিশেষ পরিষেবা দেওয়া হবে। সাধারণ দিনে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়া হয় ৯টা ৪০ মিনিটে। কিন্তু কালীপুজোর দিনে এই দুই স্টেশন থেকে আরও রাত পর্যন্ত অতরিক্ত দুটো করে মোট চারটি ট্রেন চলবে।

upload
upload