Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Darjeeling: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং! বন্ধ রাস্তা, ধসে মৃত্যু ১

Sweta Chakrabory | 16:22 PM, Thu Oct 03, 2024

নিউজ ডেস্ক: লাগাতার বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে উত্তরবঙ্গে। জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এ দিকে বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। গত কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ গরমে তেতেছিল দার্জিলিং (Darjeeling)। সেপ্টেম্বর মাসে তাপমাত্রা ছিল ৪০ ছুঁইছুঁই। কার্যত গরমে নাজেহাল অবস্থা হওয়ার জোগাড় ছিল পাহাড়বাসীদের। আর এবার বৃষ্টি হতেই ধসের জেরে জীবন বিপর্যস্ত সাধারণ মানুষের।

জানা যাচ্ছে ধসের জেরে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তাঁর নাম রঘুবীর রাই (৭৮)। বাড়ি দার্জিলিং (Darjeeling) থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে। জানা যাচ্ছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ধস নামে। মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বৃষ্টি হয়েছে ১৭৫.৪ মিলিমিটার। বৃহস্পতিবার সারাদিন দার্জিলিঙে (Darjeeling)ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন সেখানকার এলাকাবাসীরা। যদিও জানা গিয়েছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে কোনও পর্যটক আটকে নেই। আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা।

অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং (Darjeeling) থেকে রক গার্ডেন যাওয়ার রাস্তাতে ধস নামে। ফলে রক গার্ডেন যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সুখিয়াতে লেপচাজগতের কাছেও রাস্তায় ধস নেমেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রক গার্ডেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। কিছুদিন আগেই রক গার্ডেনকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল জিটিএ। তারপরই এই ধসের ঘটনা ঘটল। একাধিক জায়গায় ধসের জেরে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। সকাল থেকেই প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ধসের পাশাপাশি দুশ্চিন্তা বাড়িয়ে তিস্তা নদীতে জলের পরিমাণ আরও বেড়েছে। সব মিলিয়ে গতকালের পর থেকে পাহাড়ি এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

upload
upload