Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Mandarmoni: মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, আটক বান্ধবী

Sweta Chakrabory | 16:08 PM, Sat Dec 21, 2024

নিউজ ডেস্ক: মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক তৃণমূল নেতার। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। খুন না আত্মহত্যা, এখনও পরিষ্কার নয়। তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করছেন।

মৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার আমডাঙা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলে জানা গেছে। নাম আবুল নাসের। বয়স ৩৫ বছর। আমডাঙা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে এসেছিলেন তিনি। সকালে হোটেলের ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন হোটেলের লোকজন। ফোন করে খবর দেওয়া হয় পুলিশে। তার পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন, তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। আবুলও দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তাঁর পরিবার সূত্রের খবর। আবুলের মৃত্যসংবাদ বাড়িতে পৌঁছনোর পর খুনের অভিযোগ করছে পরিবার। তারা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল। তিনি আত্মহত্যা করতে পারেন না।

যদিও মৃত্যুর নেপথ্যে কোনও রাজনৈতিক রং নেই বলে দাবি করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান। তিনি বলেন, ‘‘দলের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি। ওঁর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল।’’ তিনি পুলিশের তদন্তের উপরে আস্থা রাখছেন।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন আবুল। পুলিশ আধিকারিকরা জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে।

google-add
google-add
google-add

কোচবিহার

জেলার খবর

google-add

মালদা ও মুর্শিদাবাদ

google-add
google-add

আলিপুরদুয়ার

google-add
google-add