Thursday, October 24, 2024

Logo
Loading...
google-add

By Election: কেন্দ্রীয় বাহিনীর ঘেরোটোপেই বাংলার উপ নির্বাচন, ২৫ তারিখের মধ্যেই সব কেন্দ্রে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী


Sweta Chakrabory | 13:07 PM, Sat Oct 19, 2024

নিউজ ডেস্ক: সম্প্রতি বাংলা সহ ভারতের একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। দেশের একাধিক রাজ্যেই এই উপনির্বাচন হবে। তার মধ্যে বাংলারও একাধিক কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই হবে বিধানসভা উপনির্বাচন (By Election)। রাজ্যের ৬ কেন্দ্রে উপ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আপাতত ৮৯ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। এর আগেও রাজ্যের একাধিক উপনির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকেছে। এবারে বাংলায় অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই বাংলার ৬টি কেন্দ্রে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী।

বাহিনীতে থাকছে ২৪ কোম্পানি সিআরপিএফ, ৩০ কোম্পানি বিএসএফ, ১২ কোম্পানি সিআইএসএফ। আইআইবিপি থাকবে ১০ কোম্পানি, এসএসবি থাকবে ১৩ কোম্পানি। আগামী ১৩ নভেম্বর ভোট গ্রহণ৷ এদিন পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন (By Election) রয়েছে। আসনগুলি হল তালড্যাংড়া, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট। ভোটের ফল ঘোষণা ২৩ নভেম্বর। এই ৬টি আসনের বিধায়করা চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদে ইস্তফা দেন। তার জেরেই এই আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে। এই আসনগুলির মধ্যে ৫ টি ছিল তৃণমূলের দখলে। মাদারিহাট ছিল বিজেপির। পশ্চিমবঙ্গের এই ৬টি আসন ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।

১৮ অক্টোবর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবারই একগুচ্ছ নির্দেশিকা দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। এদিন রিটার্নিং অফিসার মধুমিতা মুখোপাধ্যায় সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে দেন সাংবাদিকদের হাতে।

উল্লেখ্য, রাজ্যের অন্য আসনগুলির সঙ্গেই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের (By Election) প্রক্রিয়াও শুরু হয়েছে৷ জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ১০০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ জন। এবারে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩০৪টি। মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা দুটি । সেক্টর ২৫টি। পুরো বিধানসভায় ঘুরবে চারটি ফ্লাইং স্কোয়াড টিম। ওয়েব কাস্টিং, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ১০০ শতাংশ বুথে।

google-add
google-add
google-add

ভিডিয়ো

আপডেট

google-add

রাজ্য

google-add
google-add

দেশের খবর

google-add
google-add