Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

RG Kar protest: অবশেষে অনশন প্রত্যাহার! নবান্নে বৈঠক শেষে মমতার কথায় অনশন তুললেন জুনিয়র ডাক্তাররা


Sweta Chakrabory | 11:54 AM, Tue Oct 22, 2024

নিউজ ডেস্ক: ধর্মতলার বুকে ১৭ দিন ধরে চলা অনশন (RG Kar protest) অবশেষে প্রত্যাহার করল জুনিয়র ডাক্তাররা। আরজি করকাণ্ডের সুবিচার সহ একাধিক দাবিতে ধর্মতলায় অনশন করছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোমবার আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি নবান্নের বৈঠকে হাজির হন। সেখানে টানা ২ ঘণ্টা আলোচনা চলে। আর সেই বৈঠকের পরেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে দাবি করেও অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। দেবাশিস হালদার জানালেন, অভয়ার পরিবারের আর্জি ও সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত। পাশাপাশি প্রত্যাহার করে নিলেন আগামিকালের স্বাস্থ্য ধর্মঘটও।

নিহত চিকিৎসকের বাবা-মার অনুরোধেই অনশন (RG Kar protest) প্রত্যাহার বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা৷ তবে ন্যায়বিচারের দাবিতে যদি আবারও আমরণ অনশনে বসতে হয় তাও বসবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ দাবি পূরণে শনিবার আরজি কর মেডিক্যালে গণকনভেনশনের ডাক দিয়েছেন তাঁরা।

জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি নিয়ে সরকার কী বলল?
১) নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার: সিবিআই তদন্ত চলছে ।
২) ছাত্র সংসদ নির্বাচন: ২০২৫ সালের মার্চের মধ্যে ভোট-প্রক্রিয়া শেষ করার আশ্বাস।
৩) রাজ্য মেডিক্যাল কাউন্সিল পুনর্গঠন: মানা সম্ভব নয় ।
৪) রাজ্য স্বাস্থ্যসচিবের অপসারণ: মানা সম্ভব নয়।
৫) হাসপাতালে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি: আশ্বাস মিলেছে ।
৬) কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু: কাজ শুরু হয়েছে ।
৭) হাসপাতালে খালি বেডের নজরদরারি: কাজ শুরু হয়েছে ।
৮) হাসপাতালে সিসিটিভি, প্যানিক বোতাম লাগানো: কাজ চলছে ।
৯) হাসপাতালে শূন্যপদ পূরণ: আশ্বাস মিলেছে, তবে ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ।
১০) থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ: আশ্বাস মিলেছে।

এদিন বৈঠকের শেষের দিকে মমতা বলেন, “আমার কাছে একটি পরিবার আসার কথা। তাঁদেরও মেয়ে মারা গিয়েছে। আমায় যেতে হবে। আন্দোলন শুরু করলে শেষও করতে হবে। মানবাধিকার কমিশনের দাবিতে ২১ দিন ধর্না করেছিলাম। সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। গোপাল গান্ধী ব্যক্তিগত ভাবে আমায় ভালোবাসতেন বলে এসেছিলেন। তোমাদের (Junior Doctor) ভালোবাসি। আলোচনায় ফাঁক রাখা হয়নি। মন খুলে কথা বলেছো।" তবে, এই বৈঠকের পর কতটা বরফ গলল, তা এদিন সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট নয়।



google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add