Thursday, October 24, 2024

Logo
Loading...
google-add

RG Kar Incident: আরজি কর কাণ্ডে এবার অমিত শাহকে চিঠি নিহত নির্যাতিতার বাবার-মায়ের!


Sweta Chakrabory | 13:15 PM, Tue Oct 22, 2024

নিউজ ডেস্ক: এবার অমিত শাহকে চিঠি আরজি কর (RG Kar Incident) মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেন তিনি। সূত্রের খবর,মেয়ের মৃত্যুর পর তাঁরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে এগোবেন, সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ চান তিনি।

এদিন সকাল ১১ টা ২০ মিনিটে ইমেল পাঠিয়ে ‘অভয়ার’ বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিষ্কার জানিয়েছেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।' নির্যাতিতার বাবা আর জানিয়েছেন, ‘আমি ও আমার স্ত্রী একবার আপনার সঙ্গে দেখা করে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই এবং আপনার সাহায্য প্রার্থনা করি। আপনি যদি কিছুক্ষণ আমাদের সময় দেন উপকৃত হব।’

প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডে (RG Kar Incident) আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করলেও, আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই দীপাবলির আগে রাজ্যে আসছেন অমিত শাহ। ২৪ অক্টোবর রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন ইজেডসিসিতে বঙ্গ বিজেপির সদস্যতা অভিযান নিয়ে সভা রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অমিত শাহ।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠকের পর সোমবার রাতেই অনশন (RG Kar Incident) তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনশন তুললেও আন্দোলন থেকে সরে না আসার বার্তা দেওয়া হয়েছে। বুধবারই রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। আন্দোলনকারীরা জানিয়েছেন, শুধুমাত্র রাজ্যের মানুষের কথা চিন্তা করে এবং অভয়ার বাবা-মায়ের অনুরোধেই তাঁরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নবান্নের বৈঠকে তাঁরা যে একেবারেই সন্তুষ্ট নন, সে কথাও জানিয়ে দেওয়া হ্য়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, প্রশাসনের শারীরিক ভাষা ছিল হুমকি দেওয়ার মতো।

প্রসঙ্গত, এর আগে দেশের রাষ্ট্রপতিকেও চিঠি লিখেছিলেন তাঁরা। কিন্তু তার উত্তর মেলেনি। এখন আর যেখানে যেখানে চিঠি লিখলে এতটুকু আশার আলো জ্বলতে পারে, তাঁরা তাই করবেন। সম্প্রতি এক সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। তাঁরা জানান, 'আমাদের আর হারানোর কিছু নেই। শেষ বয়সে যদি মেয়ের বিচারটা পাই ...'।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add