Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Dhananjay Capital punishment: ‘পুনর্বিচার চাই’! ধনঞ্জয়ের ফাঁসির ২০ বছর পর পুনর্বিচারের দাবি তুলে স্লোগান বাঁকুড়ার গ্রামে

Sweta Chakrabory | 11:20 AM, Mon Dec 16, 2024

নিউজ ডেস্ক: ২০ বছর আগে ফাঁসি হয়ে গিয়েছে তাঁর। আর এত বছর পর হেতাল পারেখ হত্যাকাণ্ডে পুনর্বিচারের দাবি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নির্দোষ দাবি করে সেই ঘটনার মামলা পুনরায় চালুর দাবিতে রীতিমত মঞ্চ গড়ে আন্দোলনে নামলেন ছাতনার মানুষ। ধনঞ্জয়ের প্রকৃত বিচারের দাবিতে এই আন্দোলনে যোগ দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও। প্রাথমিকভাবে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করে ওই মঞ্চ রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন জানাবে।

তাদের দাবি, ধনঞ্জয় নির্দোষ ছিলেন। সেই মামলা যত দিন না পুনরায় চালু হচ্ছে, তত দিন তাদের আন্দোলন চলবে। প্রাথমিক ভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে মামলা আবার চালু করার দাবিতে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হতে চলেছে সেই মঞ্চ। সম্প্রতি আরজি কর-কাণ্ডের আবহে ৩৪ বছর আগে ঘটে যাওয়া হেতাল পারেখ হত্যাকাণ্ডও চর্চায় উঠে আসে। মূলত ধনঞ্জয়ের গ্রামের বাসিন্দাদের উদ্যোগেই মঞ্চ গঠিত হয়। নাম দেওয়া হয় ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ’। রবিবার ছাতনা বাসুলি মন্দিরে পুজো দিয়ে মঞ্চের পদাধিকারী ও কর্মীরা মামলার পুনর্বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেন। রাজ্য জুড়ে এই স্বাক্ষর সংগ্রহ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানোর লক্ষ্য নিয়েছে ওই মঞ্চ।

google-add
google-add
google-add

কোচবিহার

জেলার খবর

google-add

মালদা ও মুর্শিদাবাদ

google-add
google-add

আলিপুরদুয়ার

google-add
google-add