Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

Congress on Income Tax relief: ভোটের আগে স্বস্তি কংগ্রেসের! 'এখনই ১৭০০ কোটি আদায় নয়'-জানালো আয়কর দপ্তর

Sweta Chakrabory | 16:26 PM, Mon Apr 01, 2024

নিউজ ডেস্ক: ভোটের আগে আয়কর মামলায় বড় স্বস্তি কংগ্রেসের। 'এখনই ১৭০০ কোটি আদায় নয়'-সুপ্রিম কোর্টে জানালো আয়কর দপ্তর। এখনই বকেয়া টাকা বাজেয়াপ্ত করবে না তারা। শীর্ষ আদালতে আর্জি জানিয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আয়কর দফতরের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'আমরা ভোটের মুখে কোনও রাজনৈতিক দলকে সমস্যার মধ্যে ফেলতে চাই না। এই আবহে এই মামলার পরবর্তী শানানি ভোটের পরে জুন মাসে হোক। এই সময়কালে কংগ্রেসের বিরুদ্ধে আমরা কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করব না।'

উল্লেখ্য গত শুক্রবার ২০১৭-১৮ এবং ২০২০-২১ সমীক্ষা বছর তথা অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য জরিমানা ও তার উপর সুদ বাবদ কংগ্রেসকে ১,৭০০ কোটি টাকা করের নোটিস ধরিয়েছিল আয়কর দফতর। তবে সোমবার আয়কর দফতরের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, লোকসভা ভোটের আগে কংগ্রেসের থেকে এই টাকা আদায়ে কোনওরকম চাপ দেওয়া হবে না।

ফলে সুপ্রিম কোর্টে সোমবার আয়কর দফতরের এই বক্তব্যে ভোটের আগে আপাতত চাপমুক্ত হল হাত শিবির। কংগ্রেসের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তা নির্বাচনের পরেই নিতে চাইছে আয়কর দফতর। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২৪ জুলাই।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add