Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

Kamakhya Corridor: রামমন্দিরের পরেই কামাখ্যা করিডরের শিলান্যাস মোদির, করিডরের জন্য বরাদ্দ কত?

Editor | 13:38 PM, Tue Feb 06, 2024

নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন।  গুয়াহাটিতে প্রাচীন শক্তিপীঠ কামাখ্যা মন্দির করিডরের শিলান্যাস করেন মোদি। ৪৯৮ কোটি টাকা ব্যয়ে তৈরি দিব্যলোক পরিযোজনা নামে এই প্রকল্পই হবে দেশের তৃতীয় বৃহত্তম মন্দির করিডর। প্রথম দু'টি কাশী বিশ্বনাথ এবং উজ্জয়িনীর মহাকাল করিডর। প্রধানমন্ত্রীর কথায় কথায়, 'অযোধ্যার মহা সমারোহের পরে আমি এখানে মা কামাখ্যার দ্বারে এসেছি। এখানে এলে মানুষ অনুভব করেন মায়ের দৈবশক্তি। আমি এই করিডরের শিল্যানাস করতে পেরে অভিভূত।'

 

 

গুয়াহাটির ভেটেরিনারি কলেজ মাঠে এক বিরাট জনসভার আগে বিশাল রোড শো করেন প্রধানমন্ত্রী। জনসভায় যথারীতি বিজেপি সরকারের আগামী চিন্তাভাবনাকে তুলে ধরার পাশাপাশি আত্মপ্রচারেও জনতাকে সম্মোহিত করলেন। একইসঙ্গে কংগ্রেসের নাম না করে উত্তর-পূর্ব ভারতকে যুগ যুগ ধরে পিছিয়ে রাখার কঠোর সমালোচনা করেন।

গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন রাম মন্দির,আর এরপর রবিবার সেখান থেকেই পরের মাত্রা ধরলেন নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনের অভিমুখ যে এ বার হিন্দুত্বের রাজানীতিই তা রবিবার তাঁর কথাতেই স্পষ্ট হয়ে যায়। কংগ্রেসের নাম না করে তিনি বলেন, 'স্বাধীনতার পর থেকে যাঁরা এই দেশ শাসনের দায়িত্বে ছিলেন, তাঁদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে কোনও সম্মান তো ছিলই না, বরং তাঁরা লজ্জিত ছিলেন। ফলে তাঁরা আমাদের দেশের পবিত্র ধর্মস্থানকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন মনে করেননি।'

প্রসঙ্গত, রবিবার গুয়াহাটিতে তাঁর প্রথম জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে ১১,৬০০ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পের তালিকায় রয়েছে নতুন রাস্তা,  রাস্তা প্রশস্তকরণ, নতুন মেডিকেল কলেজ, স্টেডিয়ামগুলির আপগ্রেডেশন এবং হিন্দুদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং পবিত্র স্থান গুয়াহাটির কামাখ্যা মন্দিরে একটি অ্যাক্সেস করিডোর তৈরি করা।স্থাপিত ভিত্তিপ্রস্তরগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এই কামাখ্যা মন্দিরের অ্যাক্সেস করিডোর, যা সমস্ত আবহাওয়ায় পথচারীদের সংযোগ এবং তীর্থযাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা সরবরাহ করবে।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add