Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add
Jadavpur University Dengue Situation Control

Dengue in JU: করোনা অতীত, ডেঙ্গির দাপটেই ফের অনলাইন ক্লাস চালু হবে যাদবপুরে? 

| 11:35 AM, Wed Sep 27, 2023

নিউজ ডেস্ক: করোনার সময় রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অনলাইন পঠন-পাঠনের দিকে হেঁটেছিল। করোনা পরবর্তীকালে এই প্রথম অনলাইন পঠন-পাঠনের কথা মাথায় আনতে হচ্ছে মশার দাপটের জন্য। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আবর্জনা-জমা জল পড়ে থাকতে দেখা গিয়েছিল। এবার সেই মশার দাপটের জেরেই বন্ধ হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম।

হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নাকি কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে সবিস্তারে আলোচনা হয়েছে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে ইতিমধ্যেই হস্টেলের ৩০ জন আবাসিক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এবং তা ছাড়াও মেডিক্যাল অফিসে দেখা করেছেন আরও শতাধিক ছাত্র-ছাত্রী যাদের মধ্যে অনেকেরই ডেঙ্গির উপসর্গ দেখা গিয়েছে।

উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন যে, হস্টেলে পড়ুয়ারা আক্রান্ত হলে তাদের যত্ন করার মত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের নেই, তাই হস্টেল খালি করে দেওয়ার প্রস্তাব এসেছে বৈঠকে। এই মর্মেই অনলাইন ক্লাসের কথা বিশ্ববিদ্যালয়।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add