Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add
Rajasthan Election

Rajasthan Election: গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী রাজস্থান : রাজ্যবর্ধন সিং রাঠোর

Editor | 16:34 PM, Sat Nov 25, 2023

গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী হয়েছে রাজস্থান। শনিবার রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন এমনটাই বললেন বিজেপি সাংসদ তথা ঝোটওয়ারা বিধানসভা আসনের প্রার্থী রাজ্যবর্ধন সিং রাঠোর। শনিবার সকালে জয়পুরের একটি বিধানসভা আসনে ভোট দিয়েছেন রাঠোর। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, "রাজস্থান বিগত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণ দেখেছে। নিজেদের স্বার্থপরতার কারণে, তাঁরা নিজ দল এবং রাজ্য উভয়কেই গর্তে ঠেলে দিয়েছে। কংগ্রেসের শাসনকালে এটাই হয়েছে। কংগ্রেস পার্টির কাছ থেকে কোনও প্রত্যাশা নেই, তাঁদের কোনও দৃষ্টিভঙ্গি নেই অথবা সমাধান নেই। আমরা রাজস্থানের মানুষের জন্য চিন্তা করি...কংগ্রেস ৩ ডিসেম্বর জানতে পারবে এবং সম্ভবত তাঁদের কয়েকজন হতবাক হবেন। ঢেউ বিজেপির পক্ষে।"

রাজস্থানের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, "আমি সমস্ত ভোটারদের প্রতি ৫ বছরে একবার এই উৎসব উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। নিজেদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করুন। এই উৎসব আপনার ভবিষ্যত নির্ধারণ করে। এই ভোট আপনাদের পরবর্তী পাঁচটি বছর নির্ধারণ করে।"

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add