Sunday, October 13, 2024

Logo
Loading...
google-add

Malbajar News: মালবাজারে হোটেলে ব্যক্তির দেহ উদ্ধার

Editor | 10:41 AM, Mon Feb 12, 2024

নিউজ ডেস্ক: মালবাজার শহর সংলগ্ন নিউ মাল এলাকার একটি বেসরকারি হোটেল থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালবাজারে। পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ারের বাসিন্দা মৃত ব্যক্তির নাম শংকর দত্ত, বয়স ৪৩।
জানা গিয়েছে,শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তি ট্রেনে মালবাজারে আসেন । তারপর সেই বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন।রবিবার সকালে হোটেলের এক কর্মী জলখাবার দেওয়ার জন্য ডাকাডাকি করে কিন্তু কোন সারা শব্দ পাওয়া যায়নি তাঁর। দুপুরেও একই ভাবে সাড়াশব্দ পায় নি হোটেলের কর্মী। এরপর খবর দেওয়া হয় মালবাজার থানায়। এদিন সন্ধ্যায় মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দড়জা ভেঙ্গে দেহ উদ্ধার করে। সোমবার ময়না তদন্তের জন্য দেহ জলপাইগুড়ি পাঠানো হবে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশ জানিয়েছে এই মামলায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পাশাপাশি তাঁকে কেউ খুন করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add

রাজ্য

google-add
google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add