Sunday, October 13, 2024

Logo
Loading...
google-add

Arvind Kejriwal:কেজরিওয়ালকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ! দিল্লির মুখ্যমন্ত্রীকে গেফতারের ষড়যন্ত্র চলছে,দাবি আপ নেত্রীর

Editor | 17:20 PM, Wed Feb 07, 2024

নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় পরপর পাঁচটি সমনেও সারা না দেওয়ায় আগামী ১৭ অক্টোবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা। এর আগে ইডির তলবকে প্রতিবার বেয়াইনি বলে দাবি করেছেন কেজরিওয়াল। আবগারি শুল্ক দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বুধবার ইডির অভিযোগ শুনে দিল্লির রাউস এভিনিউ আদালত সরাসরি হাজিরার নির্দেশ দিল দিল্লির মুখ্যমন্ত্রীকে।

এ প্রসঙ্গে আপ নেত্রী অতিশী দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে গেফতারের ষড়যন্ত্র চলছে। আপ নেত্রী আরও অভিযোগ করেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরবিন্দ কেজরিওয়ালকে শেষ করতে চাইছেন। অতিশী আরও বলেন, কেজরিওয়াল সরকার মোদি সরকারের কাছে সবথেকে বড় চিন্তার বিষয়। তাই লোকসভা ভোটের আগে যেনতেনো প্রকারে কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চাইছে ইডি। এ বিষয়ে ইডিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন আপ নেত্রী।

যদিও দিল্লির নিম্ন আদালতের এই নির্দেশ নাও মানতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। সেক্ষেত্রে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি। প্রসঙ্গত পাঁচ-পাঁচবার তলব এড়ানোর ফলে দিল্লির মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে দিল্লি আদালতের দ্বারস্থ হয় ইডি। বুধবার ইডির সেই আর্জির শুনানি শেষ হওয়ার পরে বিকেল চারটে নাগাদ সিদ্ধান্ত ঘোষণা করেন বিচারক দিব্যা মালহোত্রা।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add

টুকরো খবর

google-add
google-add
google-add

রাজ্য

google-add
google-add