Tuesday, March 05, 2024

Logo
Loading...
google-add

Dev on Viral Audio Clip: প্রমান হলে রাজনীতি-অভিনয় দুই ছাড়বো,ভাইরাল অডিও ক্লিপ প্রসঙ্গে বিস্ফোরক দেব

Editor | 11:02 AM, Fri Feb 09, 2024

নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। তারই মধ্যে ভাইরাল হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ অভিনেতা দেব। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা সাংসদ দেব বলেন, 'প্রমাণ করতে পারলে আমি রাজনীতি-অভিনয় দুই ছাড়ব, ওরা রাজনীতি ছাড়বেন তো?' পার্লামেন্টে বিদায়ী ভাষণ রাখার পরেই দুর্নীতির বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেব । বুধবার ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভাইরাল ক্লিপে দাবি করা হয়েছে যে এমপি ল্যাড থেকে ৩০ শতাংশ কমিশন নেন দেব। বুধবার সেই প্রসঙ্গে মুখ না খুললেও বৃহস্পতিবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারকা-সাংসদ। বৃহস্পতিবারই ছিল দেবের পার্লামেন্টের শেষ সেশন। বিদায়ী ভাষণের পর পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের মুখমুখি হয় দেব। প্রসঙ্গত ,বুধবার সোশ্যাল মিডিয়ায় সংসদে নিজের আসনের ছবি পোস্ট করে দেব লিখেছিলেন 'আর কিছুক্ষণ'। এরপরই তাঁকে নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে বাংলার রাজনৈতিক মহলে। আসন্ন লোকসভা ভোটে যে তিনি লড়তে চান না, এই ইঙ্গিত আগে দিয়েছিলেন। তবে তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে ভোটে দাঁড় করানোর বিষয়ে আগ্রহী। এ প্রসঙ্গে বৃহস্পতিবার দেব সাংবাদিকদের বলেন,"আমার শেষদিন আজ পার্লামেন্টে। দলটা আমার বাবার নয়, দলটা চালানোর লোক আছে। তাঁরা সিদ্ধান্ত নেন। আমি চাইলেই টিকিট দেবে না, আমি চাইলেই ছেড়ে চলে যাব, সেটাও সম্ভব নয়। এত সোজা নয়, এত সোজা হলে আমাদের দেশে অনেক আগে অনেক কিছু হয়ে যেত।"ফলত,ঘাটালের তৃণমূল সাংসদ দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছে বাংলার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, দেব ভোটে দাঁড়াবেন কি না তা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। শাসকদলের মধ্যে এই আলোচনা রয়েছে যে, রাজ্যের এক মন্ত্রীর উপর দেব ক্ষুব্ধ। তাঁর ছবি প্রজাপতি নন্দনে জায়গা না পাওয়া নিয়েই নাকি সেই ক্ষোভের সূত্রপাত। যদিও অভিনেতা-সাংসদ কখনও, কোথাও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add