Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

RG Kar Supreme Hearing: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, নজরে মূল তিনটি বিষয়


Sweta Chakrabory | 14:15 PM, Tue Sep 17, 2024

নিউজ ডেস্ক: আজ ফের আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি (RG Kar Supreme Hearing)। আজ, এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে মুখবন্ধ খামে দ্বিতীয়বার স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই। অন্যদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র আইনজীবী গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।

অন্যদিকে, রাজ্যের পক্ষে আইনজীবী রয়েছেন কপিল সিবাল, মেনকা গুরুস্বামী। কেন্দ্রের সলিসিটর জেনারেল, সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা, কানু আগরওয়াল। নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, শামিম আহমেদ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সিদ্ধার্থ লুথরা, বাঁশরী স্বরাজ।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর-মামলার শুনানি (RG Kar Supreme Hearing) শুরু হওয়ার পর রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের কাছে শুনানির সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানান। নিজের আর্জির ব্যাখ্যায় তিনি বলেন, “এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের রেপুটেশন (ভাবমূর্তি) রয়েছে। বলা হচ্ছে, আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি। ধর্ষণ এবং অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে।” এরপরেই ‘লাইভ স্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচার বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, “আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারব না। এটা জনস্বার্থ মামলা।”

প্রসঙ্গত, গত শুনানির (RG Kar Supreme Hearing) দিনই (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে আবেদন করেছিল। সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও বলা হয়েছিল রাজ্যকে। যদিও সুপ্রিম-আবেদন মানা হয়নি জুনিয়র ডাক্তারদের তরফে। এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে তাঁরা। হাসপাতালগুলিতে কর্মবিরতি বহাল রেখেছেন। এ নিয়ে আজ আদালত কী বলে, নজর সেদিকেও।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর

google-add

রাজ্য

google-add
google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add