Wednesday, November 13, 2024

Logo
Loading...
upload upload upload

kalipuja Theme 2024: মণ্ডপ তো নয়, যেন হলিউড সিনেমার আস্ত সেট! বারাসতের কালীপুজোয় থিমের ছড়াছড়ি


Sweta Chakrabory | 13:13 PM, Thu Oct 31, 2024

নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই কলকাতা। এই সময়ে রাস্তায় নামে জনপ্লাবন। কিন্তু কালীপুজোয় সেই ভিড় গিয়ে পৌঁছয় বারাসতে (kalipuja Theme 2024)। কলকাতার দুর্গাপুজোর মতোই কালীপুজোয় এখানকার বড় বড় ক্লাবগুলির মধ্যে চলে সমানে সমানে টক্কর। এবারের আলোর উৎসবে বারাসতে থিমের ছড়াছড়ি। আলো,প্যান্ডেল, থিম– সব মিলিয়ে কালীপুজোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা বারাসত। এর মধ্যেই কিছু কিছু প্যান্ডেল হয়ে ওঠে সবার সেরা। আসুন আজকের এই প্রতিবেদনে এক নজরে দেখে নেওয়া যাক বারাসতে কোথায় কোন থিমের প্যান্ডেল হয়েছে।

এবছর টাকি রোড সংলগ্ন শতদল পুজো (kalipuja Theme 2024)কমিটির মণ্ডপ যেন হলিউড সিনেমার আস্ত সেট। জীবজন্তুর মডেল, ঝর্ণা – মনে করিয়ে দিচ্ছে ‘জুমানজি’ সিনেমার কথা। তবে এখানে কোনও শুটিং হচ্ছে না। এ নিছক এক মণ্ডপসজ্জা। এবছর তাদের পুজোর বয়স ৫৬ বছর। থিম বিখ্যাত এই হলিউড সিনেমা। তিনভাগে সাজানো হচ্ছে থিমের পুজোটি। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপের দুটি ঝর্ণা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে। মন জয় করবে। মণ্ডপের প্রবেশ করলেও বাইয়ের অংশে পাহাড় কেটে তৈরি ভাস্কর্যের মধ্যে দিয়ে বইবে একটি ঝর্ণা। মণ্ডপের ভিতরে প্রবেশের পর প্রতিমা দর্শনের সময় পিছনে দেখা যাবে আরও একটি ঝর্ণা।

এছাড়া বারাসতের জনপ্রিয় পুজো গুলির মধ্যে অন্যতম পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব। বারাসত রেল স্টেশন লাগোয়া এই পুজো কমিটির ৫২ তম বর্ষের ভাবনা ‘লক্ষ্য’। লক্ষ্যহীন জীবন, গন্তব্যহীন জাহাজের মতো – এই ভাবনা থেকেই থিমটি তৈরির সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। লক্ষ্যে পৌঁছনোর উদ্দেশ্যে জীবনমুখী লড়াই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে মণ্ডপে থাকছে – সাপলুডো। সাপের মুখে পড়লেই পতন অনিবার্য আর মই বেয়ে তরতরিয়ে উঠতে পারলে সোজা শীর্ষস্থান। জীবনে এগনো-পিছনো, উত্থান-পতনের নানা কৌশল দেখা যাবে মণ্ডপে (kalipuja Theme 2024)। উদ্যোক্তাদের দাবি, নজরকাড়া মাতৃপ্রতিমা তাদের অন্যতম আকর্ষণ। সঙ্গে থাকছে চন্দননগরের আলোকসজ্জা।

বারাসত কেএনসি রেজিমেন্ট কালীপুজোয় এ বছরের থিম (kalipuja Theme 2024) যোধপুরের ‘উমেদ প্যালেস’। ঠিকানা: বারাসত স্টেশন থেকে ৬০০ মিটার দক্ষিণ-পশ্চিমে এই পুজো। বারাসত পায়োনিয়ার ক্লাবের থিম ‘লক্ষ্য’। ঠিকানা: বারাসত স্টেশন থেকে ৬০০ মিটার। আমরা সবাই ক্লাবের থিম ‘কৈলাশ পর্বত’। এই প্যান্ডেলটি তার এলইডি লাইট শো-এর জন্য বিখ্যাত। এ বছরও তার ব্যতিক্রম হবে না। ঠিকানা: বারাসত জংশন রেলওয়ে স্টেশন থেকে ২.০৮ কিলোমিটার পশ্চিমে। পুজোটি নবপল্লি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয়। ১২৭৯ পল্লি অ্যাসোসিয়েশন ক্লাবের এ বছরের থিম বৃন্দাবনের ‘প্রেম মন্দির’। রাধাকৃষ্ণের বিভিন্ন দৃশ্যকল্পে সাজানো এই প্যান্ডেল দর্শনার্থীদের এক অন্য রকম অভিজ্ঞতা দেবে।

upload
upload