Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

Swastika Mukherjee: প্রতিবাদে থেকেও বারংবার কটাক্ষের শিকার! ক্ষোভ উগরে স্বস্তিকা কী বললেন ট্রোলারদের?


Sweta Chakrabory | 16:42 PM, Sun Sep 15, 2024

নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে যে শিল্পীরা সামনের সারিতে পথে নেমেছেন তাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পথে নামা থেকে, স্লোগানে গলা মেলানো হোক বা আন্দোলনকারী, ধর্নায় থাকা চিকিৎসকেদের সাহায্যের জন্য প্রাণপাত, সবেতেই দেখা গিয়েছে তাঁকে। আর এই আবহেই নারী নিরাপত্তা নিয়ে ফের সরব হলেন তিনি।
আসলে দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। মুক্তি পেয়েছে ছবির টিজারও। সেখানেই দেখা গেছে, কলকাতার একটি নামী স্কুল থেকে এক শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনওদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকাকে এক মায়ের চরিত্রে দেখা যাবে। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে এটা চ্যালেঞ্জের যে মায়ের চরিত্রই আমি কতটা আলাদা করে করতে পারি।'
আসলে আরজি কর আবহে এখন টলিউডেও নারী নিরাপত্তার কথা উঠে আসছে বারবার। তবে অনেক সময়েই দেখা যায় যে কোনও মহিলা কারও বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলে অনেকেই প্রশ্ন করেন অভিযোগ করতে এত দেরি হল কেন? এই বিষয়ে স্বস্তিকার মত জিজ্ঞেস করা হলে তাঁর সপাট জবাব, ''এটা একটা ভুল প্রশ্ন। এটা একটা অন্যায় প্রশ্ন, যে তোমার সঙ্গে যখন অস্বস্তিকর ঘটনা ঘটেছিল তখন কেন বলনি! আমার মনে হয় না এটা একজন মহিলার থেকে বেশি ভাল কেউ বুঝবে যে হঠাৎ করে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে সেটাকে কাটিয়ে উঠতেই কতটা সময় লাগে। আমার ভিতর থেকে যখন সেই শক্তিটা আসবে যে এটা নিয়ে প্রকাশ্যে আমি কথা বলব এবং আরও পঞ্চাশটা লোক জানতে পারবে, তখনই আমি বলব। আমরা অবশ্যই একত্রিত হয়ে উইমেন্স ফোরাম অফ স্ক্রিন রাইটার্স প্লাস প্লাস সংগঠন করেছি। এটাকে আরও কীভাবে পরিষ্কারভাবে আমাদের কাজের জায়গায় বাস্তবায়িত করা যায় সেই নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটার পাশাপাশি, আমরা এটা নিয়েও কাজ করছি।''
অন্যদিকে, উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার সেই ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যাঁরা পথে নেমেছেন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কিন্তু ট্রোল করেন না। বরং যাঁদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই তাঁরাই মানুষকে টার্গেট করছেন। তবে ওঁরা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

Education

google-add
google-add

State News

google-add
google-add