Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

Kejriwal Bail: সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর কেজরিওয়ালের, ছয় মাস পর আসছেন জেলের বাইরে


Sweta Chakrabory | 14:27 PM, Fri Sep 13, 2024

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal Bail)। সিবিআই-এর দায়ের করা দিল্লির আবগারি নীতি 'কেলেঙ্কারি' মামলায় শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ। তবে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট।
যদিও এই মামলায় ইডির হাত থেকে আগেই জামিন পেয়েছিলেন তিনি। আর এবার সিবিআইয়ের হাত থেকেও জামিন পেলেন কেজরিও‍য়াল (Kejriwal Bail)। প্রায় ৬ মাস পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন তিনি। এর আগে আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরী। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। তার পর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার সেই রায় ঘোষণা হল।
তবে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে। জেল থেকে বেরোনোর পর নিজের দফতরে যেতে পারবেন না তিনি। পারবেন না কোনও ফাইলে সইও করতে। প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআইও তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারির আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরী। ফলে তিনিই হয়েছেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। লোকসভা নির্বাচনের সময়ে দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির নেতাকে শীর্ষ আদালত কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। পরে আবার তিনি তিহাড়ে আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, ২০২১-২২ সালে দিল্লি সরকার এক নতুন আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করেছিল। এই ক্ষেত্রে কেজরিওয়াল-সহ আপ নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। নয়া আবগারী নীতিটি পরে বাতিল করা হলেও, তদন্তে একের পর এক আপ নেতাকে গ্রেফতার করা হয়েছে। অরবিন্দ কেজরীবাল ছাড়াও ইডি-সিবিআই-এর নজরে রয়েছে আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিং।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add