Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add

Madhyamik Exam Syllabus Change: সিলেবাস বিভ্রাটের জেরে বিক্ষোভ আলিপুরদুয়ারের স্কুলে

Editor | 13:44 PM, Fri Feb 02, 2024

নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এরই মধ্যে আলিপুরদুয়ার শহরের ম্যাকউইলিয়াম হাইস্কুলে সিলেবাস বিভ্রাটের জেরে মাধ্যমিক পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার ছাত্র ও অভিভাবকরা বিক্ষোভ করে স্কুল চত্বরে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিনের এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে এবারই শহরের নাম করা বিদ্যালয় ম্যাকউইলিয়াম হাইস্কুল থেকে প্রথম বারের জন্য ইংরাজি মাধ্যমে চার ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কিন্তু তাদের সিলেবাস নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ঋষিরাজ দে জানায় , “আমরা টেস্ট পরীক্ষার সময় বুঝতে পারি যে আমাদের ইংরেজির বদলে বাংলা মাধ্যমের ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন করানো হয়েছে। তার পর স্কুল কর্তৃপক্ষকে বলে রেজিস্ট্রেশন বদলের আবেদন জানানো হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এখন আমাদের বাংলাতেই পরীক্ষা দিতে বলছে। এই অবস্থায় পরীক্ষার আগের দিন আমাদের মন ভেঙ্গে গেল। বুঝতে পারছি না কিভাবে পরীক্ষা দেব। তাহলে কী আমরা আর ইংরাজি মাধ্যমের ছাত্র থাকলাম? আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। স্কুলে বলতে গেলে আমাদের অভিভাবকদের সাথে বাজে ব্যবহার করেছেন স্কুল শিক্ষকরা।”

এর পরিপ্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস বলেন, “ এই বছর প্রথম আমাদের বিদ্যালয় থেকে চার ছাত্র ইংরাজি মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ফলে কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমরা তার সমাধান করে ফেলেছি। এই চার ছাত্র ইংরাজি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে এই ঘটনায় বহিরাগতদের ডেকে এনে স্কুলে হই হট্টগোল করা ঠিক হয় নি।“


google-add
google-add
google-add

কোচবিহার

জেলার খবর

google-add

মালদা ও মুর্শিদাবাদ

google-add
google-add