Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

Another Molestation Case: ফের কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ! তরুণীর পোশাক খোলার চেষ্টা, ধৃত ওয়ার্ড বয়


Sweta Chakrabory | 18:30 PM, Sun Sep 15, 2024

নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরগরম রাজ্য। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তাররা টানা আন্দোলন করছেন। আর এই আবহের মধ্যেই ফের কলকাতার হাসপাতালে উঠল শ্লীলতাহানির (Another Molestation Case) অভিযোগ। এবার রোগীর আত্মীয়ের পোশাক খোলার চেষ্টা করার অভিযোগ উঠল ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ওই মহিলার দাবি, তাঁর পোশাক খোলার চেষ্টার পাশাপাশি গোপনাঙ্গে স্পর্শ করা হয়। এমনকী, পুরো বিষয়টির ভিডিও রেকর্ড করা হচ্ছিল। খবর পাওয়ামাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

বছর ছাব্বিশের আলিপুরের বাসিন্দা ওই তরুণী জানান, তাঁর সন্তান ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি রয়েছে। পুলিশের কাছে অভিযোগপত্রে তিনি লিখেছেন, গতকাল রাতে ওই হাসপাতালের দোতলায় তিনি অসুস্থ সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন। সেইসময় তাঁকে অশালীনভাবে স্পর্শ (Another Molestation Case) করেন ওই ওয়ার্ড বয়। এমনকি, তাঁর পোশাক খোলার চেষ্টা করেন। ভিডিয়োও করেন।

জানা গিয়েছে, অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করে কড়েয়া থানার পুলিশ। গ্রেফতার করা হয় বছর ছাব্বিশের ওই অভিযুক্তকে। ধৃতের নাম তনয় পাল, সুভাষগ্রামের বাসিন্দা। তবে তাঁর আদি বাড়ি ত্রিপুরায়। ইতিমধ্যেই তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এই ঘটনায় (Another Molestation Case) ফের একবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল হাসপাতালের নিরাপত্তা। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় এক কর্মরত তরুণী চিকিৎসককে। সেই ঘটনার প্রতিবাদে বর্তমানে সারা রাজ্য জুড়ে চলছে আন্দোলন। জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি জানিয়েছেন, তার মধ্যে রয়েছে হাসপাতালে স্বাস্থ্য কর্মী ও রোগী এবং রোগীর পরিজনদের নিরাপত্তা সুনিশ্চিত করা। তবে এই ঘটনার মাঝেই ফের হাসপাতালের অন্দরে রোগীর আত্মীয়ের শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add