Friday, September 20, 2024

Logo
Loading...
google-add

RG Kar protest: তিলোত্তমা বিচার চেয়ে সরকারি অনুদান ফিরিয়েছিল আগেই! এবার চাঁদার বিলে 'জাস্টিস' স্ট্যাম্প এই পুজো কমিটির


Sweta Chakrabory | 15:54 PM, Thu Sep 19, 2024

নিউজ ডেস্ক: আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ-আন্দোলন। নানান স্তরের মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। ন্যায় বিচারের দাবীতে চলছে আন্দোলন (RG Kar protest), রাত দখল কর্মসূচি। আর এরই মধ্যে এবার আর জি কর কাণ্ডের বিরুদ্ধে অভিনব ভাবে প্রতিবাদ দেখাল দক্ষিণ কলকাতার বড় এক পুজো কমিটি।

আসলে আরজি কর কাণ্ডের আবহে রাজ্যের একাধিক ক্লাব রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন জেলার পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, বাদ যায়নি কলকাতার পুজো কমিটিও। তিলোত্তমা বিচার চেয়ে সরকারি অনুদান ফেরানোর তালিকায় নাম ছিল মুদিয়ালী আমরা ক’জন পুজো কমিটির। তবে শুধু অনুদান ফিরিয়েই থেমে থাকেনি এই পুজো কমিটি, এবার পুজোর চাঁদা তুলতে গিয়ে অভিনব প্রতিবাদে (RG Kar protest) সামিল তারা। চাঁদার বিলে স্ট্যাম্প দেওয়া হচ্ছে। লেখা থাকছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। পুজো কমিটির অধিকর্তাদের বক্তব্য, বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। সেই পুজো তারা করলেও এবার হচ্ছে না জাঁকজমক। পাশাপাশি বিচারের বার্তাও পৌঁছে দিচ্ছেন তাঁরা।

পুজোর চাঁদার বিলে ‘উই ওয়ান জাস্টিস’ (RG Kar protest) লেখার কারণ হিসেবে তাঁরা বলছেন, এই চাঁদার বিল কম করে এলাকার দুই থেকে আড়াই হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে পুজোর আনন্দে আরজি করের তিলোত্তমা যে বিচার পাননি, সেটা মানুষজন ভুলে যাবেন না। অর্থাৎ পুজো তাঁরা পুজো করলেও, তাঁরা চান সাধারণ মানুষ যাতে মানসিকভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে। সেই কারণেই চাঁদার বিলে উই ওয়ান্ট জাস্টিস স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি বছরই দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করে। প্রতিবছর বাড়ছে সেই অনুদানের অঙ্ক। গত বছর এই অনুদানের অঙ্ক ছিল ৭০ হাজার। এবার সেটা বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা। মণ্ডপে ঢাক-গান-ধুনুচি নাচ নয়, এবার পুজোয় আনন্দ নয়, দাবি একটাই বিচার চাই। অনেকেরই ধারণা, দুর্গাপুজোর সময় আর জি কর নিয়ে আন্দোলন, প্রতিবাদ (RG Kar protest) দমে যাবে। উৎসবমুখর হয়ে উঠবে শহর। ফলে আন্দোলন গতি হারাবে। তা যাতে না হয়, সেই কারণেই এবার এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ কলকাতার এই বড় পুজো কমিটি।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add