Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

RG Kar Hearing: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানির আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের


Sweta Chakrabory | 11:55 AM, Mon Sep 16, 2024

নিউজ ডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর (RG Kar Hearing) মামলার শুনানি। আর তার আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের। আরজি কর-কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে গত দিনের শুনানিতে (RG Kar Hearing) জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা। জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ তরফে অনিকেত মাহাতো বলেন, “আমরা আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিংকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন।” চিকিৎসকদের আরও এক সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়।

উল্লেখ্য আইনজীবী ইন্দিরা জয় সিং-এর করা মামলাতেই দেশজুড়ে আদালতের প্রসেডিং লাইভ স্ট্রিমিং শুরু হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ‘লাইভ স্ট্রিমিংয়ের’ আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায়। এবার সেই আইনজীবীই সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল (RG Kar Hearing)করবেন।

এক মাসের বেশি সময় ধরে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার ডাক্তারদের কাজে ফেরার কথা বলেছেন। তবে ৫ দফা দাবিতে নিজেদের সিদ্ধান্তে অনড় তাঁরা। গত দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গিয়েও প্রথমদিন নবান্ন ও দ্বিতীয় দিন কালীঘাটের বাসভবনের সামনে থেকে ফিরে আসেন তাঁরা।

বর্তমানে 'লাইভ স্ট্রিমিংয়ের' মাধ্যমে সুপ্রিম কোর্টের (Supreme Court) মামলার শুনানি ঘরে বসেই দেখা যায়। আরজি করের (RG Kar) ঘটনা নিয়ে শীর্ষ আদালতের শুনানিও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এদিকে ‘লাইভ স্ট্রিমিং’ বিতর্কেই বার বার ভেস্তে যাচ্ছে রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনেকেই বলছেন, লোকসভা অধিবেশন, রাজ্যসভার অধিবেশন, সুপ্রিম শুনানি যদি ‘লাইভ স্ট্রিমিং’ হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ‘লাইভ স্ট্রিমিং’-এ আলোচনা করছেন না?

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add