Sunday, September 08, 2024

Logo
Loading...
google-add

North Bengal: অবৈধ বালি-পাথর পাচারের অভিযোগ ফাঁসিদেওয়ায়! গ্রেফতার ৬

Editor | 16:59 PM, Mon Feb 12, 2024

নিউজ ডেস্ক: নদীর তীর থেকে অবৈধভাবে বালি পাচারের ঘটনায় এবার নড়েচড়ে বসল উত্তরবঙ্গ জেলা পুলিশ। অবৈধ বালি ও পাথর পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করল বিধাননগর তদন্ত কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ কিছুদিন থেকেই মূলত ফাঁসিদেওয়া অঞ্চল সহ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বালি-পাথর পাচার চলছে। এই অভিযোগের ভিত্তিতেই রবিবার তদন্তে নামে বিধাননগর তদন্ত কেন্দ্র। এরপরেই বছর ২৮ এর সিরাজুল হক,করণদিঘির বছর ৩৯ এর শম্ভুনাথ পাল, বছর ২৮ এর খাইরুল শেখ, বছর ২৮ এর কাবিল শেখ,রায়গঞ্জের দেবীনগরের বছর ৫৪ এর নিখিল দাস এবং গোয়ালপোখরের বাসিন্দা বছর ৩৫ এর আফসার আলিকে গ্রেফতার করে বিধাননগর তদন্ত কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে নদীর চর থেকে বালি জেসিবির মাধ্যমে কেটে ট্রাক্টর বোঝাই করে অন্য এক জায়গায় ডাম্পিং করা হচ্ছে। সেখান থেকে রাতের অন্ধকারে ডাম্পার করে বালিগুলি পাচার করা হচ্ছে। এরপরেই রাতের অন্ধকারে বালি পাচারকে কেন্দ্র করে গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন ফাঁসিদেওয়ার বিএলআর অফিসে। আর এই অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে বিধাননগর তদন্ত কেন্দ্র। বালি পাচারের এই অভিযোগের ভিত্তিতে রবিবার বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্ব ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালানো হয়। ঘটনায় বিধাননগর থেকে উত্তর দিনাজপুরগামী ৬টি লরি আটক করা হয়েছে। জানা গিয়েছে, মুরালীগঞ্জ চেকপোস্ট, জগন্নাথপুর এবং ডাঙ্গাপাড়া থেকে আটক করা লরির চালকদের কাছে নদী থেকে বালি-পাথর তোলার বৈধ কোনও নথি ছিল না। এরপরই বালি বোঝাই ওই লরি আটক করে বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধভাবে বালি পাচারের কথা স্বীকার করে নেওয়ায় ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জানাগেছে ধৃতদের ইতিমধ্যেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, এলাকায় নদী থেকে এধরণের চোরাকারবারের সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই। ভবিস্যতে যাতে এই ধরনের অবৈধ কাজ আর না হয় সেদিকেও নজর থাকবে বিধাননগর তদন্ত কেন্দ্রের ।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add