Friday, September 20, 2024

Logo
Loading...
google-add

Minakshi Mukherjee: সিবিআই দফতরে ডাক পড়ল মীনাক্ষি মুখোপাধ্যায়ের! আরজি কর কাণ্ডের কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ?


Sweta Chakrabory | 13:10 PM, Thu Sep 19, 2024

নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee)৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আজ, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে যাবেন ডিওয়াইএফআই নেত্রী। এর আগেও একবার সিবিআই ডেকেছিল তাঁকে, তবে রাজনৈতিক কর্মসূচির কারণে হাজিরা দেননি তিনি। তবে দ্বিতীয়বার তলবের পরে আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও-তে সিবিআই দফতরে যাবেন মীনাক্ষী।

সিবিআই সূত্রের খবর, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ১৪ অগাস্ট প্রতিবাদ জমায়েত চলাকালীন আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। মূলত সেই নিয়ে কথা বলার জন্যই ডাকা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee)। তাঁর বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

তিলোত্তমার ঘটনা যেদিন ঘটেছিল তার পরপরই অর্থাৎ ১৪ই অগস্ট প্রথম ‘রাত দখলের’ কর্মসূচি ছিল। শহরের তথা রাজ্যের নানা জায়গায় গভীর রাতে চলে মিছিল, জমায়েত। আরজি করের সামনেও ছিল বহু প্রতিবাদীর ভিড়। সেইদিন ওই সময় মীনাক্ষীর (Minakshi Mukherjee) নেত্রীত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল। বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তাঁরা। আচমকা সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেদিন হামলা চালিয়েছিল? যেহেতু সেদিন ভাঙচুরের সময় তিনি সেখানে ছিলেন, সেই কারণে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।

আরজি কর কাণ্ডের পর থেকেই ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। বুধবার নবান্নের বৈঠকে হতাশ হয় জুনিয়ার ডাক্তাররা। কয়েক ঘন্টা ধরে চলা বৈঠক শেষে মিনিটসে সই না করেই বেরিয়ে আসেন আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমে জট কাটানোর বারংবার প্রচেষ্টা চললেও এখনও পর্যন্ত তা ফলপ্রসূ হল না। তাই তাঁদের কর্মবিরতি এখনই উঠছে না। তাঁদের পঞ্চম দাবি কার্যকর করা না হলে এই কর্মবিরতি চলবে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add