Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

Guru Nanak Jayanti: গুরু নানক জয়ন্তীতে কি সরকারি ছুটি? ১৬ নভেম্বরও কি বাংলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?

Sweta Chakrabory | 13:50 PM, Fri Nov 15, 2024

নিউজ ডেস্ক: আজ, ১৫ নভেম্বর, শুক্রবার গুরু নানক জয়ন্তী। এই উপলক্ষে সরকারি ছুটি। তাই কলকাতায় কি আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে? এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকা অনুযায়ী, ১৫ নভেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কও বন্ধ থাকবে। এই আবহে আজ পশ্চিমবঙ্গের সর্বত্রই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে সরকারি ছুটি থাকায় বিভিন্ন সরকারি দফতরের অফিসও আজ বন্ধ থাকবে।

এছাড়া গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, শ্রীনগর এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।  ব্যাঙ্কের পাশাপাশি বন্ধ থাকবে শেয়ার বাজারও। তবে গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকলেও গ্রাহকরা এটিএম, ডিজিটাল ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর মাধ্যমে আর্থিক পরিষেবা ব্যবহার করতে পারেন। জরুরী ব্যাংকিং এর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে অনলাইন লেনদেনের সুবিধাও চালু থাকবে।

উল্লেখ্য, বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই আবহে ১৬ নভেম্বরও কি ব্যাঙ্ক ছুটি থাকবে? এই নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছে। অবশ্য চলতি সপ্তাহের শনিবার হল এই মাসের তৃতীয় শনিবার। এই আবহে ব্যাঙ্ক খোলা থাকবে সেদিন। তাই টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। তবে যে সব সরকারি অফিসের দু'দিন করে সাপ্তাহিক ছুটি থাকে, সেই সরকারি অফিসের কর্মীরা টানা তিনদিন ছুটি পাচ্ছেন আজ থেকে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add