Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

Malda Budget 2024: পেশ হল মালদা জেলা পরিষদের এবছরের বাজেট, এবছরের জন্য বরাদ্দ কত?

Editor | 16:43 PM, Mon Feb 12, 2024

নিউজ ডেস্ক: সোমবার পেশ হল মালদা জেলা পরিষদের ২০২৪-২৫ বাজেট। সোমবার দুপুরে মালদা শহরের মকদুমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মালদহ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গত আর্থিক বছরের তুলনায় এই বছর বাজেটে কম পরিমাণ অর্থ ধরা হয়েছে। এবছরের বাজেট ১৯১ কোটি টাকা। গত বছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা কম। রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। সোমবার বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা। তবে অন্যদিকে বাজেটের অর্থ আরো বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add