Sunday, September 08, 2024

Logo
Loading...
google-add

Weather Update:আবারও আবহাওয়ার পরিবর্তন? ৩ ডিগ্রি ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

Editor | 11:23 AM, Mon Feb 12, 2024

নিউজ ডেস্ক: শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। আবারও হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাসের দাপট। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে অনুমান আবহাওয়া দফতরের। এর পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এবার ধীরে ধীরে শীত বিদায় নিয়ে গরম পড়তে চলেছে গোটা বঙ্গ জুড়ে।

মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে ফের বাড়বে কলকাতার তাপমাত্রা। সরস্বতী পুজোয় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে থাকবে পারদ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা। সোমবার বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সঙ্গে নতুন করে কলকাতায় আর ঠাণ্ডা পড়ার সম্ভাবনাও নেই। আবহাওয়া দফতর সুত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।
অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে এখনও। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

google-add
google-add
google-add

ভিডিয়ো

সর্বশেষ সংবাদ

google-add

টুকরো খবর

google-add

রাজ্য

google-add
google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add