Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

Puja Bonus: পুজোর আগেই বোনাস পাবেন কলকাতা পুরসভার একশো দিনের কাজের কর্মীরা


Sweta Chakrabory | 17:47 PM, Sun Sep 15, 2024

নিউজ ডেস্ক: আরজি কাণ্ডে কলকাতা সহ বাংলা জুড়ে যে গণআন্দোলন হচ্ছে, তাতে অস্বস্তি রয়েছে শাসকদল। কিন্তু এরই মাঝে সরকারি কর্মীদের মন জয় করতে বড় পদক্ষেপ নিল সরকার। এ বার কলকাতা পুরসভায় কর্মরত একশো দিনের কাজের কর্মীদের 'উৎসব বোনাস' (Puja Bonus) দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বর্তমানে কলকাতা পুরসভার অধীনে প্রায় ১৫ হাজার এই কর্মী রয়েছেন, যাঁদের এই পুজোর বোনাস দেওয়া হবে। এর জন্যে সরকারের ১৫ কোটি টাকা খরচ হবে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উৎসবে ফেরার' অনুরোধ করেছিলেন। এই আবহে অনেক মানুষের মনেই একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। আবার গত এক মাস ধরেই ধরেই বহু পুজো কমিটি সরকারি অনুদানের টাকা ফিরিয়েছে। কিন্তু সে সবের মাঝেই পুরসভা জানাল একশো দিনের কর্মীদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে তিন হাজার টাকা করে পাঠানো হবে।
পুজোর আগে যাতে সব কর্মীদের অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া যায়, সেই বিষয়টি নিশ্চিত করবে পুরসভা। ধাপে ধাপে এই অর্থ দেওয়া হবে। এদিকে পুজোর মুখে এই টাকা পেয়ে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে ওই কর্মীদের মুখে। ইতিমধ্যেই ধাপেধাপে বিভিন্ন বিভাগের ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে।
রিপোর্ট অনুযায়ী, মমতার 'উৎসবে ফেরার' (Puja Bonus) বার্তার পরই মেয়র ফিরহাদ হাকিম পুরসভার একশো দিনের কাজে কর্মীদের উৎসব বোনাস দেওয়ার বিষয়ে পদক্ষেপ করেছেন। একশো দিনের কাজের প্রকল্পে কলকাতা পুরসভার ১৫ হাজার কর্মী রয়েছে৷ তিনটি ক্ষেত্রে সেই কর্মীরা কাজ করে থাকেন। দক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পান ৪০৪ টাকা। অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পান ৩০৩ টাকা ৷ আর সুপারভাইজারের অধীনে যারা কাজ করেন দৈনিক মজুরি পান ২০২ টাকা করে৷ তবে পুজোর আগে সবাইকে সাড়ে তিন হাজার টাকা করে 'উৎসব বোনাস' দেওয়া হবে।
এই প্রসঙ্গে, ১০০ দিনের প্রকল্পের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অসীম বসু বলেন, 'নামমাত্র দৈনিক মজুরিতে সারাটা বছর কালঘাম ঝড়িয়ে কাজ করেন এই সমস্ত কর্মীরা ৷ এই টাকা পেলে পুজোর মুখে স্ত্রী বা বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের নতুন জমা কাপড় কিনে দিতে পারবেন উৎসবের আবহে।'


google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add