Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

Tehatta: তেহট্ট মহকুমা হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন, ঘটনাস্থলে পৌঁছল দমকলের ১টি ইঞ্জিন

Sweta Chakrabory | 14:50 PM, Fri Nov 15, 2024

নিউজ ডেস্ক: শুক্রবার সকালে তেহট্ট মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ড। হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন লাগে বলে খবর। চারিদিক ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা।

হাসপাতালের যে বিভাগে আগুন লাগে, সেখান থেকেই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখাতে আসা রোগীদের ওষুধ দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন রোগী ও রোগীর আত্মীয়রা। কিছু সময়ের মধ্যে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা।

এই ঘটনায় হাসপাতালে ফার্মেসির এক কর্মী জানান, দরজা খুলে তিনি দেখেন ফ্যানে আগুন জ্বলছে। হাসপাতালে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালের অন্য কর্মীরা। সকলের চেষ্টাতে কিছু ক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই হাসপাতালে সূত্রে জানা গিয়েছে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add