Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

West Bengal: বছর শেষে সুখবর! বাড়ল ‘কর্মবন্ধু’দের বেতন, এবার থেকে মাসে কত টাকা মিলবে? জানুন

Sweta Chakrabory | 12:17 PM, Fri Nov 15, 2024

নিউজ ডেস্ক: বছর শেষে সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্মবন্ধু’ দের ভাতা বাড়ানো হল।বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, এবার থেকে মাসে ৩ হাজারের বদলে ৫০০০ টাকা করে ভাতা পাবেন ‘কর্মবন্ধু’রা। এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি তাঁরা। এই বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে শাসকদলের কর্মচারী সংগঠন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে। সেই হারে পরবর্তীতে তাঁদের ভাতা দেওয়া হবে।

মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দফতরে কাজ করেন কর্মবন্ধুরা। দীর্ঘ দিন ধরে তাঁরা বেতন বৃদ্ধির দাবি করছিলেন। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগে তাঁদের বেতন ছিল মাসে ২,০০০ টাকা। এখন থেকে মাসে ৫,০০০ টাকা পাবেন তাঁরা। তবে অন্য কোনও ভাতা পাবেন না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হচ্ছে। অর্থাৎ এখন তাঁদের যে বেতন দেওয়া হবে, তার সঙ্গে আগের দুমাসের বাড়তি ভাতা যোগ করে দেওয়া হবে। ২০১৮ সাল থেকে একই হারে ভাতা মিলছিল এতদিন। এখন ভাতাবৃদ্ধির এই বিজ্ঞপ্তি দেখে স্বভাবতই খুশি ‘কর্মবন্ধু’রা।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add