Saturday, April 27, 2024

Logo
Loading...
google-add

Dilip Ghosh Breaking: দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Sweta Chakrabory | 15:56 PM, Tue Mar 26, 2024

ভোট প্রচারে নেমে ফের বেলাগাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের।

দিলীপ ঘোষ বলেন,"দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়।" পাশাপাশি, আরও কটাক্ষ করেন, "দিদির পা টলছে। বাড়ির লোক-ই ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না।'

দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরেই চিঠি লিখে দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল।

মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষের এহেন মন্তব্যে আপত্তি জানিয়ে প্রতিবাদে সরব হন তৃণমূলের মন্ত্রী-মুখপাত্ররা। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেন, দিলীপের এই মন্তব্য চরম নারীবিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর সম্পর্কে এ ধরনের মন্তব্য শুধু কদর্য তা নয়, এটা বাংলাকে অপমানের সামিল।

উল্লেখ্য সম্প্রতি বিজেপি বাংলায় লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে নাম রয়েছে দিলীপ ঘোষের। এবারের নির্বাচনে বর্ধমান-দুর্গাপুরের আসন থেকেই বিজেপির হয়ে লড়বেন দিলীপ ঘোষ। ফলে নাম ঘোষণা হতেই ফের পুরনো ফর্মে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। মঙ্গলবার প্রচারে বেড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add
google-add

Politics

google-add
google-add